ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. এরশাদ হালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও জোরপূর্বক শারীরিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অভিযোগে ভুক্তভোগী ও ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৈঠকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
শনিবার (১৫ নভেম্বর) ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজেড় এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ডাকসুর সমন্বয়ে বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ড. এরশাদ হালিমকে বিভাগ থেকে সাময়িকভাবে বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন, থানায় মামলা দায়ের এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ।
এতে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে তারা নিয়মিতভাবে বিষয়টি ফলোআপ করছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানি ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি এ ধরনের নির্যাতনের শিকার হয়, তাহলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে এবং শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু সর্বদা প্রস্তুত থাকবে বলে পোস্টে উল্লেখ করা হয়।