চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ, তার ছেলে ও শিক্ষা বোর্ডের সাবেক চেযারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছেন। সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথের ছেলের ফল জালিয়াতির ঘটনায় এ মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ (৫৬), বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান (৬১), নারায়ন চন্দ্রের ছেলে নক্ষত্র দেব নাথ (২০) ও শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার (৬১)।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ২০২৩ সালের ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণা পূর্বক জালিয়াতি করার অপরাধধে চারজনের বিরুদ্ধে মামলা করেছে শিক্ষাবোর্ড।
উল্লেখ, গত বছরের ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার এক অফিস আদেশে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলেন, নারায়ণ চন্দ্র নাথ, সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম শিক্ষাবোর্ড এবং পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল চট্টগ্রামের পুত্র নক্ষত্র দেব নাথের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতি তদন্ত প্রতিবেদনে প্রশাণিত হয়েছে। এই বিষয়ে নারায়ণ চন্দ্র নাথ এবং এই জালিয়াতিতে তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল চট্টগ্রামের পরিচালক ছিলেন। ফলাফল জালিয়াতির ঘটনার পর ১৫ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়। নারায়ণ শিক্ষাবোর্ডের সচিব থাকাকালে তার ছেলে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। ফলাফল ঘোষণার পর অভিযোগ ওঠে, নারায়ণ জন্দ্র নাথ তার ছেলেকে জালিয়াতির মাধ্যমে জিপিএ ফাইভ পাইয়ে দিয়েছেন। কে বা কারা নক্ষত্রের ফলাফল পুনঃনিরাক্ষণের আবেদন করলে তার মা বনশ্রী দেবনাথ নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপর এই ঘটনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেব নাথের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার (বিজ্ঞান বিভাগ, রোল ১০৮৫৫৪) ফলাফল জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়। এই বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শৃঙ্খলা বিষয়ক শাখা।