ক্লাসে পড়ানোর সময় এক ছাত্রীর খাতার পেছনে নিজের ফোন নম্বর লিখে দিয়েছিলেন তরুণ শিক্ষক। সেই কথা জানাজানি হওয়ায় স্কুলের অধ্যক্ষের কাছে কড়া কথা শুনতে হয়েছিল তাকে। বকা খেয়ে মন খারাপ হওয়ায় স্কুল ছুটির পর মদ্যপান করেছিলেন তিনি। তারপর আবার স্কুলে প্রবেশ করে বাইরের বারান্দায় ঘুমিয়ে পড়েন মদ্যপ শিক্ষক। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার (৩১ অক্টোবর) এই ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের বাড়মেরের একটি স্কুলে ঘটেছে। ক্লাস চলাকালীন ছাত্রীর খাতার পেছনে নিজের ফোন নম্বর লিখে দিয়েছিলেন সেই স্কুলের তরুণ শিক্ষক। জানতে পেরে শিক্ষককে বকাবকি করেছিলেন স্কুলের অধ্যক্ষ।
শিক্ষকের দাবি, তিনি বাড়িভাড়ার সন্ধান করছিলেন। সেই প্রয়োজনেই ছাত্রীর খাতার পিছনে নিজের ফোন নম্বর লিখে দিয়েছিলেন।
অধ্যক্ষের কাছে কড়া কথা শোনার পর মন খারাপ হয়ে যায় শিক্ষকের। স্থানীয়দের একাংশের দাবি, স্কুল ছুটি হওয়ার পর অতিরিক্ত মদ্যপান করেন সেই শিক্ষক। পরে বাড়ি না গিয়ে তিনি চলে যান স্কুলে। স্কুলে ঢুকে বারান্দায় ঘুমিয়ে পড়েন শিক্ষক।
বিকেলে স্কুলের মাঠে বাচ্চারা খেলতে গেলে শিক্ষককে বারান্দায় শুয়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে অন্য গ্রামবাসী-সহ স্কুলের কর্মীদের খবর পাঠায় তারা। খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয়রা। ক্রমাগত ডাকাডাকি করার পরেও ঘুম ভাঙে না শিক্ষকের। পরে মদ্যপ শিক্ষককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুল অধ্যক্ষের দাবি, স্কুলে নির্মাণকাজ চলার কারণে ছুটির পরেও সদর দরজা খোলা ছিল। দরজা খোলা দেখে স্কুলের ভেতর ঢুকে পড়েছিলেন ওই শিক্ষক। তাঁর আচরণের তীব্র সমালোচনা করেছেন অধ্যক্ষ। ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।