ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেছেন, ‘শিক্ষার্থীদের চাপের মুখে ডাকসু নির্বাচন দিলেও ডাকসু যেন কার্যক্রম পরিচালনা করতে না পারে তার সব রকম ব্যবস্থা করছে প্রসাশন । আমরা তা কখনোই হতে দেব না।’
রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন বলেন, ‘আমরা আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি এবং তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন আগামীকাল থেকে রেজিস্ট্রার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না। যদি তিনি প্রবেশের চেষ্টা করেন, তাহলে আমরা পুনরায় এখানে অবস্থান কর্মসূচি পালন করব।’
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদের দোসর ছিল এবং বড় বড় কথা বলে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এতে ব্যর্থ হয়, তাহলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ব্যবস্থা নেব।’
ডাকসুর এজিএস আরও বলেন, ‘কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যে নিরাপত্তা ক্যাম্পেইন চালাচ্ছি, সেটির বিরুদ্ধে নেতিবাচক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমরা তাদের সতর্ক করতে চাই শিক্ষার্থীদের মতামত বোঝার চেষ্টা করুন। যারা এই ক্যাম্পাসের নয়, তারা মানবিকতার নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যে কার্যক্রম পরিচালনা করছেন, তার জবাব শিক্ষার্থীরা দেবে। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে।’
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা ডাকসু প্রতিনিধিরা এসেছি প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য কিন্তু তারা শিকল দিয়ে ফটক আটকে রেখেছে কিন্তু আমরা এই তালা খুলে ফেলেছি। আজকে যেভাবে তালা খুলেছি ঠিক সেইভাবে ডাকসুকে অকার্যকর ও অসহযোগিতা করার জন্য যত রকমের চক্রান্ত হচ্ছে সব কটি আমরা খুলে ফেলব।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন যে অভিযান পরিচালনা করছি তা সাময়িক তবে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্থায়ী ব্যবস্থা নিচ্ছি। আমরা কাউকে ক্যম্পাসে ঢুকতে বাধা দেব না তবে আমরা ফিল্টারিং করে প্রবেশের ব্যবস্থা করব। এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার তাই আমরা কয়েক দিন পরপর অভিযান পরিচালনা করছি।’