Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেও হতাশ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ভোটের আগে প্রশাসন ব্রেইল ব্যালট ও শ্রুতিলেখকের ব্যবস্থা রাখার আশ্বাস দিলেও বাস্তবে কিছুই করা হয়নি।

আজ বুধবার সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে প্রায় ৬২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, খুব আশা নিয়ে ভোট দিতে এসেছিলাম। কিন্তু হতাশ হয়েছি। ব্রেইল ব্যালট করা হয়নি, শ্রুতিলেখকও দেওয়া হয়নি। আমার বন্ধুকে সঙ্গে এনেছি, সে আমাকে সাহায্য করেছে। কিন্তু সবার তো এমন সুযোগ নেই—যারা কাউকে সঙ্গে আনতে পারেনি, তারা কীভাবে ভোট দেবে?

একই অভিজ্ঞতার কথা জানান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সোহেল রানা। তিনি বলেন, প্রশাসন বলেছিল আমাদের ভোট প্রক্রিয়া সহজ করবে, কিন্তু কোনো প্রস্তুতিই ছিল না। এটা খুবই দুঃখজনক।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা জানান, তাদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাঁরা ভবিষ্যতে ব্রেইল ব্যালট, শ্রুতিলেখক ও আলাদা সহায়তামূলক বুথের ব্যবস্থা রাখার দাবি জানান।