Image description

চাকসু নির্বাচনে শুধু গোপন বুথ ছাড়া সবকিছুই ছিল সিসি টিভি ক্যামেরার আওতায়। প্রতিটি কেন্দ্রের বাইরে একাধিক বড় মনিটরের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে প্রদর্শিত হচ্ছে ভোটের যাবতীয় কার্যক্রম।

 

৩৬ বছর পর অনুষ্ঠিত চাকসুর উৎসবমুখর ভোটে বাড়তি মাত্রা যোগ করে এই ডিজিটাল স্ক্রিন। এক কেন্দ্রে ভোটার অন্য কেন্দ্রে প্রবেশাধিকার না থাকায় তারাও এসে এই স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আবার ভোট দেয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে মনিটরে দেখছেন অনেকে।

chakchu-6

বিজ্ঞান অনুষদের সামনে রাখা দুটি ডিজিটাল স্ক্রিনে নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন সূর্যসেন হলের শিক্ষার্থী নওশিন আরা। তিনি জানান, সকালেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এখন এসেছেন বন্ধুদের ভোট দেওয়া দেখতে। ডিজিটাল স্ক্রিনগুলো নির্বাচনি জবাবদিহিতার আরেকটি অনুষঙ্গ বলে জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো গোপন বুথ ছাড়া ভোট কেন্দ্র ও আশপাশের এলাকা সিসি টিভির আওতায় নিয়ে আসা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে এগুলো প্রদর্শন করা হচ্ছে। এতে করে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত হবে।