Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। শনিবার দুপুর পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

এতে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আরিফুল আদিব প্রায় ৮০০ ভোট জিতুর থেকে কম পেয়েছেন। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী ও এজিএস পুরুষ পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হলে শনিবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষাণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।