Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান ঘোষণা দিয়েছেন, যদি ভোট কারচুপি বা জাল ভোটের অভিযোগ প্রমাণিত হয়, তিনি চাকরি ছেড়ে দিবেন এমনকি পেনশনের সুবিধাও গ্রহণ করবেন না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এ মন্তব্য করেন। 

এসময় অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে কারচুপি হয়েছে বা ভুয়া ভোট পড়েছে, আমি চাকরি ছেড়ে চলে যাব, এবং কোনো পেনশন গ্রহণ করবো না।

তিনি সকলকে শিক্ষার্থীদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান এবং আশ্বাস দেন যে নির্বাচন কমিশন নির্বাচনের সততা রক্ষায় অটল থাকবে।