Image description

প্রথমবারের মতো একমাত্র বিদেশি শিক্ষার্থী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিয়েছেন মো. আবিদ খান। তিনি সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

আবিদ খান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম শিক্ষার্থী এবং নেপালি নাগরিক। তার জন্ম এবং শিক্ষাজীবন নেপালে হলেও, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নেপালের শ্রী বেঙ্গ শা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক এবং ন্যাশনাল ইনফোটেক কলেজ, বিরগুঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর, তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি, আবিদ খান বাংলাদেশ ফার্মেসি সংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে সংগঠনটির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডও অব্যাহত ছিল।

জাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আবিদ হোসাইন বলেন, আমি বাংলাদেশ ফার্মেসি সংস্থা, জাবি শাখার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। এছাড়া লায়ন্স ক্লাব ও রেড ক্রস ক্লাবের সঙ্গেও কাজ করেছি। এসব সংগঠন নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে, এবং সেসব কাজের অংশ হতে পেরে আমি গর্বিত। ছাত্র প্রতিনিধিত্ব ছাড়া শিক্ষার্থীদের সমস্যার যথাযথ সমাধান সম্ভব নয়। তাই আমি এই নির্বাচনে প্রার্থী হতে পেরে আনন্দিত।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে মুগ্ধ তিনি বলেন, দীর্ঘদিন বাংলাদেশে থাকার সুবাদে আমি এখানকার কৃষ্টি-সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছি এবং অনেকটা আত্মস্থও করেছি৷ এটি আমার জন্য সত্যিই বিশেষ। একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে জাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত একইসাথে আনন্দিত৷ নির্বাচনে আমার সহপাঠী-সিনিয়র-জুনিয়র সবার সহযোগিতা কামনা করি৷ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল এবং কার্যকরী করে তুলবে, ইনশাআল্লাহ।

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচনের বিষয়ে আবিদ হোসেন বলেন, জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এই পদের অন্যতম প্রধান কাজ হলো নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে র‍্যাগিং, বুলিং, যেকোনো প্রকার সহিংসতা, সংঘর্ষ, মব জাস্টিস ও মোরাল পুলিশিং প্রতিরোধ করা বর্তমানে সবচেয়ে জরুরি বলে আমি মনে করি। আমি নির্বাচিত হলে এসকল সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবো, যাতে শিক্ষার্থীদের মাঝে সহনশীলতা বৃদ্ধি পায় এবং সবাই সহাবস্থানে থাকতে পারে৷

নেপাল থেকে উচ্চশিক্ষার জন্য আসা জাবি শিক্ষার্থী আবিদের এই প্রার্থিতা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া তার প্রার্থিতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।

শীর্ষনিউজ