Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একজন নারী সহকারী প্রক্টর এবং উপাচার্যের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শিক্ষক লাঞ্ছনার এসব ঘটনাকে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়ার (মোনামি) সঙ্গে ছাত্রদলের কয়েকজন নেতা উচ্চকণ্ঠে বিতর্কে জড়ান। এক পর্যায়ে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমের সামনেই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এই শিক্ষককে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করার অপচেষ্টা চালান। ইউটিএল এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, একজন শিক্ষককে প্রকাশ্যে এভাবে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরও উল্লেখ করে, নির্বাচনের ভোট গণনা পরবর্তী সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপাচার্যের সঙ্গেও গণমাধ্যমের সামনে অত্যন্ত অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, যা শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।

ইউটিএল নেতৃবৃন্দ বলেন, ‘একজন উপাচার্যের সঙ্গে এ ধরনের আচরণ কেবল ব্যক্তিগত অপমান নয়; বরং এটি সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি।’

শিক্ষকদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ ক্ষুণ্ণকারী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ইউটিএল।