
ডাকসু নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভোট কেন্দ্রে আজ মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। যা মোট ভোটারের প্রায় ৫৮ শতাংশ। ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে এ তথ্য জানান।
নাসরিন সুলতানা বলেন, টিএসসির ক্যাফেটেরিয়ার কক্ষে ১২টি বুথে ২ হাজার ১০০ জন এবং ইনডোর গেমস রুমের সাতটি বুথে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।
টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫।
এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। এ কেন্দ্রে দেড়টা পর্যন্ত ৫৮ শতাংশ মেয়ে ভোট দিয়েছে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।’
এদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৬১। এর মধ্যে বেলা আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ বা ৩ হাজার ৭৮৬টি।
এই কেন্দ্রে জগন্নাথ হল, জহুরুল হক হল এবং এস এম হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
বেলা আড়াইটা পর্যন্ত এই কেন্দ্রে জগন্নাথ হলের ২ হাজার ২২৯ ভোটের মধ্যে ১ হাজার ৭২৬ (৭৭ শতাংশ), জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ ভোটের মধ্যে ১ হাজার ৫৭৫ (৮০ শতাংশ) ও এস এম হলের ৬৬৯ ভোটের মধ্যে ৪৮৫ ভোট (৭২ শতাংশ) পড়েছে। সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, এস এম হলের প্রাধ্যক্ষ আব্দুল্লাহ-আল-মামুন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ফারুক শাহ আলাদা করে স্ব স্ব হলের ভোট পড়ার এ তথ্য জানান।