Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সিনেট ভবন কেন্দ্রে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। একপক্ষ নিয়ম ভঙ্গের অভিযোগ তুললে সেখানে হট্টগোল দেখা দেয়। এ সময় রিটার্নিং অফিসারসহ প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিচ্ছেন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে এখনও ভোট চাইছেন প্রার্থীরা। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রার্থী ও ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে এদিন কোনো প্রচারণা করা যাবে না। তবে এমন নিয়ম মানছেন না অনেক প্রার্থী। 

সরেজমিনে দেখা যায়, ভোটারদের লাইনের কাছে গিয়ে ভোট চাইছেন অনেক প্রার্থী। লিফলেট ও কার্ড দিচ্ছেন। ফলে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি কৃত্রিম জটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিনেট ভবন কেন্দ্রে সকাল থেকেই প্রার্থীদের এমন অবস্থান নিতে দেখা গেছে। একাধিকবার উত্তেজনা দেখা দেয়।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।

১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।