
উৎসবের আমেজে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন। সকাল থেকেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেওয়া শেষে প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান সাদিয়া বাংলানিউজকে বলেন, ডাকসুতে এবং জীবনে প্রথম কোনো ভোট দিলাম। বেশ ভালোভাবে ভোট দিলাম। আমার মনে হয় প্রার্থীদের চেয়েও আমাদের ভোটারদের আগ্রহ এবং উত্তেজনা বেশি।
আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, খুবই ভালো লাগছে। ডাকসুতে প্রথম ভোট দিলাম। আশা করি আগামী দিনগুলোতে নিয়মিত ডাকসু নির্বাচন হবে। কোনো দল বা কোনো অপশক্তি যেন আবার ডাকসু বন্ধ করে না দেয়।
তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে ছাত্রদের কল্যাণমুখী কাজে সক্রিয় রাখতে নিয়মিত ডাকসু নির্বাচন দরকার। একইসঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যও এটা দরকার।
এ কেন্দ্রে ভোট দিতে আসা ঢাবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী খান শাহ জাহান বলেন, এত সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে। খুব সুন্দর, সুষ্ঠু ভাবে ভোট হচ্ছে। আশা করি, এ রকম সুন্দর পরিবেশে ভোট শেষ হবে।
যারা নির্বাচিত হবে তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও আশা আশা প্রকাশ করেন তিনি।
ভোট দেওয়া শেষে সাবরিনা রিমি আরেক শিক্ষার্থী বলেন, ভোটকেন্দ্র এবং বুথের পরিবেশ খুব ভালো। খুব সুন্দর, সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোটার। এ কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৭৫৫।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে ঢাবি শিক্ষার্থী সালমা আক্তার বলেন, ভালোভাবে ভোট দিলাম। আশা করি, সব শিক্ষার্থী ভোট দিবেন এবং যারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে সেই প্রার্থীদের ভোট দেবেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন শামসুন নাহার হলের ভোটার। এখানে মোট ভোটার চার হাজার ৯৬।
সিনেট ভবন কেন্দ্রে ভোট দেওয়া শেষে শিক্ষার্থী আবদুস সালাম বলেন, খুবই উৎসবের আমেজে ভোট দিলাম। ভোটের পরিবেশ ভালো।
সিনেট ভবন কেন্দ্রে ভোট দিচ্ছেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের ভোটাররা। এ কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৮৩০।