Image description

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মারা যান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন হাফিজুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

এর আগে, গত ৩ আগস্ট ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি বন্ধু, আত্মীয়স্বজন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় লেখেন, ‘জীবনে চলার পথে আমার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি আমার সব ভুল ত্রুটি মাফ করে দেন।’

অধ্যাপক হাফিজুর রহমানের জানাজা মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার তার রুহে মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।