
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি রাইট টু ইনফরমেশনের (আরটিআই) আওতায় উভয়পক্ষ রাজি হলেই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়ার প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর আগের তুলনায় প্রচুর আলু উৎপাদিত হয়েছে। আগামী এক মাসে আলুর দাম কিছুটা বাড়তে পারে। এ ক্ষেত্রে রপ্তানিই একমাত্র উপায়। আমরা আলু রপ্তানিতে প্রণোদনা ও সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়া টিসিবির মাধ্যমে বাজার থেকেও আলু ক্রয় করা হবে। আলু রপ্তানির লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।
বাজার সিন্ডিকেট প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, প্রতিটি হিমাগারে আলুর বস্তাপ্রতি নিদিষ্ট দাম নির্ধারণ করা হয়েছে। বাজার ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও মাঠ প্রশাসন একসঙ্গে কাজ করছে। সব হিমাগারই নির্ধারিত দাম মেনে চলছে। এতে সিন্ডিকেট করার তেমন সুযোগ থাকবে না।
এদিন দুপুর পৌনে ১টায় উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার আক্কেলপুরে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।