
নুরুল হক নুরের ওপর হামলাকারীদের শাস্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত শেষে একটি মিছিল বের করে শাহবাগে গিয়ে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন জামাাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগর নেতা আব্দুস সাত্তার সুমন প্রমুখ।