
প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় হুঁশিয়ারি দিয়ে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে দেওয়া ওই পোস্টে আবরার ফাইয়াজ লেখেন, ‘১টা পর্যন্ত সময় দেওয়া হলো, কোনো আপডেট নেই। পোলাপান যমুনা অভিমুখে গেল, পুলিশের কোনো ব্যারিকেড নাই। পুলিশ দূর থেকে এসে থামানোর চেষ্টা না করে দৌড়াচ্ছে। একজনের গলা টিপে ধরল। আমরা স্টুডেন্টরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে। শান্ত করতেছি সবাইকে।
তিনি আরও লেখেন, এর মধ্যে পুলিশ হঠাৎ পোলাপান শান্ত হওয়ার পরে পুলিশ এসে হামলা করলো। সমানে লাঠিপেটা আর সাউন্ড গ্রেনেড। বার বার বললাম, আমরা পোলাপানকে পিছিয়ে নিয়ে যাচ্ছি, উলটো আমাদেরও মারলো। রক্তাক্ত করলো। এখনো হামলা করে যাচ্ছে আমাদের উপর।
হুঁশিয়ারি দিয়ে এই বুয়েট শিক্ষার্থী লেখেন, আল্লাহর কসম, শেষ দেখে ছাড়ব।