Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যে। দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস।

রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন।

 

তিনি জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষের পথে। দ্রুতই আচরণবিধি প্রকাশ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয়তলায় নির্বাচন কমিশনের কার্যালয় সচল করার কাজও প্রায় শেষ।

 

তিনি আরও জানান, শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পাব। একটি মিটিং করে এ সপ্তাহের শেষের দিকে তফশিল ঘোষণা করা হবে।

 

জানতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। নির্বাচনী আচরণ বিধিরও খসড়া প্রস্তুত করা হয়েছে। তফশিলও দ্রুত ঘোষণা করা হবে।

 

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে আমরা তফশিল ঘোষণা করব।

 

অধ্যাপক ড. মনির উদ্দিন ছাড়াও চাকসু নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন- সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

 

সদস্য ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী (ডিনব্যবসায় প্রশাসন অনুষদ), ড. মুজাফর উল্লাহ তালুকদার (ডিনআইন অনুষদ), শামসুন নাহার হলের প্রভোস্ট ড. বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব। তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোকামাল উদ্দিন

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।