
আবাসন ব্যবস্থা বা বিকল্প হিসেবে আবাসন ভাতা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং আড়াইটা নাগাদ ভবনের সব গেটে তালা দেওয়া হয়।
শিক্ষার্থীরা এ সময় স্লোগান দেন— ‘আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে’, ‘চবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবাসন আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল হাসান সাফি বলেন, বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় প্রতিদিন শাটলের ওপর নির্ভর করতে হয়।
ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কাজী আসমানি বিনতে তাজবী অভিযোগ করেন, সুপারিশপত্রসহ আবেদন করেও সিট পাননি। বরাদ্দে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে একা রুম দখল করে রেখেছেন।
আরবী বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফুয়াদ হোসেন বলেন, ‘আবাসন সংকট নিরসনে বহুবার দাবি ও স্মারকলিপি দেওয়ার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। দাবি মানা না পর্যন্ত তালা থাকবে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা কোনো লিখিত দাবি না দিয়েই ভবনে তালা ঝুলিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইয়াহইয়া আখতার ও সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।