Image description

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়।

ঢাকা বোর্ড জানিয়েছে, ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। আবেদনকৃতদের মধ্যে দুই হাজার ৯৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনজন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন।