
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, ‘উচ্চ মাধ্যমিক রেখেই নাকি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হচ্ছে!! কি সাংঘাতিক! আমরা কি কখনো বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে শিখব না?’
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
এই স্ট্যাটাসের কমেন্টে ঢাবির এ অধ্যাপক লিখেছেন, ‘যেখানে অনার্স মাস্টার্স পড়ানো হয় সেখানে কি করে উচ্চ মাধ্যমিক থাকে? পৃথিবীর কোথায় আছে এমন? রাখবেনই যখন এক কাজ করেন, প্রাথমিক ও মাধ্যমিকও রাখেন।’
জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই সাতটি প্রতিষ্ঠানের সম্মিলিত কাঠামোর ভিত্তিতে গড়ে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর মধ্যে ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ছাড়া বাকি কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক শাখা চালু থাকবে।
নতুন প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রাথমিকভাবে চালু হচ্ছে চারটি অনুষদ বা স্কুল। এগুলো হলো- সায়েন্স; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ; বিজনেস স্টাডিজ ও ল অ্যান্ড জাস্টিস।
৪০% ক্লাস হবে অনলাইনে, আর ৬০% অফলাইনে। তবে সব পরীক্ষা দিতে হবে সশরীরে। প্রথম চার সেমিস্টারে পড়ানো হবে নন-মেজর বিষয়, আর পরবর্তী চার সেমিস্টারে শিক্ষার্থীরা পড়বেন মেজর বিষয়ে। পঞ্চম সেমিস্টারে শর্তসাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকলেও কলেজ পরিবর্তন করা যাবে না।