Image description

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে কর্তৃপক্ষ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে প্রতিষ্ঠানটিতে তিনটি বিষয়ে আসন সংখ্যা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। আগে প্রতিটি বিভাগে ৫০টি করে আসন থাকলেও এখন তা বাড়িয়ে ১৫০টি করে করেছে কর্তৃপক্ষ। 

এতে তিনটি বিভাগের জন্য ৩০০ আসন বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০টি। বিষয়গুলো হলো আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আবেদনকারীরা ১০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা মাদ্রাসার অফিসে জমা দিতে হবে।

প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এই উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ। এ সিদ্ধান্তে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। ফাজিল অনার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থী মাহফুজ রহমান বলেন, ‘তামীরুল মিল্লাত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে পড়ার ইচ্ছা অনেক দিনের। আসন বাড়ায় আমাদের মতো অনেক শিক্ষার্থীর সুযোগ তৈরি হলো। এটা আমাদের জন্য দারুণ একটা খবর।’

আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী আসিফ আকবর বলেন, ‘আসন কম থাকায় অনিশ্চয়তায় ছিলাম। এখন মনে হচ্ছে, চেষ্টা করলে ভর্তি হতে পারব। কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন সিদ্ধান্তের জন্য।’

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। মো. আনোয়ার হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘এত ভালো মানের একটি মাদ্রাসায় আসন সংখ্যা কম হওয়ায় অনেকেই সুযোগ পেত না। এখন বেশ কিছু মেধাবী শিক্ষার্থী নতুন করে সুযোগ পাবে।’

মঙ্গলবার (৮ জুলাই)  তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন করতে হবে (www.admission.iau.edu.bd](http://www.admission.iau.edu.bd) ওয়েবসাইটে।