Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া আর নেই, কিন্তু রয়ে গেছে তার অসমাপ্ত স্বপ্ন, লড়াইয়ের ইতিহাস। ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হন তরুয়া। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তিনি শহীদ হন।

হৃদয় তরুয়া ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তার মৃত্যুর প্রায় এক বছর পর, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে তরুয়ার স্নাতক তৃতীয় বর্ষের নম্বরপত্র। স্বাভাবিকভাবেই ইতিহাস বিভাগের ফল তৈরি করেন বিভাগটির শিক্ষকরা। সেই ফল প্রস্তুতের সময় হৃদয় তরুয়ার স্মৃতি যেন সবার হৃদয়ে বেদনার ছায়া ফেলেছিল।

সেই নম্বরপত্র তৈরির মুহূর্তের অভিজ্ঞতা আবেগঘন ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইতিহাস বিভাগের শিক্ষক মো. নুরুল হামিদ (কানন)। তিনি লিখেন, “প্রিয় তরুয়া, তোমার রেজাল্ট তৈরি করতে গিয়ে আমাদের হাত কাঁপছিল আর তোমার হাসিমাখা মুখখানা চোখের সামনে ভাসছিল। অসীম আকাশের অনন্তপারে তুমি ভালো থেকো।”

সেই নম্বরপত্রের একটি ছবি বিভাগের শিক্ষক মো. নুরুল হামিদ (কানন) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে ওই শিক্ষক লিখেন— ‘প্রিয় তরুয়া, তোমার রেজাল্ট তৈরি করতে গিয়ে আমাদের হাত কাঁপছিল আর তোমার হাসিমাখা মুখখানা চোখের সামনে ভাসছিল। অসীম আকাশের অনন্তপারে তুমি ভালো থেকো।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই নম্বরপত্রের রিমার্কস বা মন্তব্যের ঘরে লেখা রয়েছে, ‘He sacrificed his lives in the Anti-Discrimination Students Movement- 2024’ (তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন)।

তরুয়ার সহপাঠীরা জানান, তিনি ছিলেন একজন প্রতিবাদী, সৎ এবং দায়িত্বশীল তরুণ। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। বৈষম্যবিরোধী আন্দোলনে সম সময় সামনের কাতারে থাকতেন তরুয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, তরুয়ার স্মৃতিকে সম্মান জানাতেই তার ফল প্রকাশে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ৮ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তরুয়া ও আরেক শহীদ ফরহাদ হোসেনকে নিয়ে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল— “জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?” উত্তরের অপশনগুলোর মধ্যে ছিল- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর।