Image description

ইরানের অভ্যন্তরীণ সমস্যা সধমাধানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালেন রিসেপ তাইয়েফ এরদোয়ানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)। দলটির মুখপাত্র উমার সেলিক বলেছেন, বিদেশি হস্তক্ষেপে ইরানের সংকট আরও বাড়তে পারে। এ ছাড়া তিনি ‘ইসরায়েলি উসকানির’ ব্যাপারেও সতর্ক করেছেন।

আজ সোমবার (১২ জানুয়ারি) ইরানের চলমান বিক্ষোভ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

উমার সেলিক বলেন, ইরান অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশে চাওয়া অনুযায়ীই এই সমস্যা নিজস্ব কৌশলেই সমাধান করতে হবে।

তিনি বলেন, আমরা কখনই চাইব না যে আমাদের প্রতিবেশী ইরানে কোনো বিশৃঙ্খলা দেখা দিক। বিদেশি হস্তক্ষেপ ‘কেবল খারাপই’ বয়ে আনতে পারবে।

‘ইসরায়েলের উসকানি’তে ইরানের এই বিক্ষোভে বাইরে থেকে কেউ জড়ালে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

প্রসঙ্গত, ইরান সরকার বলছে, দেশটির এই বিক্ষোভের মূল পরিকল্পনাকারী হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে, গতকাল রোববার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিক্ষোভকারীদের সমর্থন দিতে তিনি সামরিক পদক্ষেপের কথা ভাবছেন।