
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা ও ফল ঘোষণা। ভোট গণনায় মেয়েদের বিজয়-২৪ হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি।
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২৮৮ ভোট। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে আছেন।
এ হলে জিএস প্রার্থী শাফায়াত (ছাত্রদল) ৮৯ ভোট, সাঈদ বিন হাবিব (শিবির) ৬৮৯ ভোট পেয়েছেন। এছাড়াও এজিএস পদে তৌফিক (ছাত্রদল)- ৫৬৯ ভোট ও সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) পেয়েছেন ৩৮৯ ভোট।
বুধবার রাতে রাত সোয়া ২টার দিকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সমাজবিজ্ঞান অনুষদে ডিন কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।
বেগম খালেদা জিয়া হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার রাত ২টার দিকে বেগম খালেদা জিয়া হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।
এতে দেখা গেছে- ভিপি ও জিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তবে এই হলে এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি (শিবির) ৬২২ ও সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ৩০৩ ভোট পেয়েছেন। জিএস পদে সাঈদ বিন হাবিব (শিবির) ৬৮১ ও শাফায়েত হোসেন (ছাত্রদল) ১৪৬ ভোট পেয়েছেন।
এজিএস সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) ৩৭৬ ও আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৫৩৬ ভোট পেয়েছেন।
শহীদ আবদুর রব হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে শহীদ আবদুর রব হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।
এতে ভিপি ও জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনি পেয়েছেন ৬৪৯ ভোট। অপরদিকে, শিবির ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয়ের পক্ষে ভোট পড়েছে ২৮২টি।
জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব ৬৩৬ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তৌফিকের প্রাপ্ত ৫৪০ ভোটের বিপরীতে ৩৬৯ ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মুন্না ।
নবাব ফয়জুন্নেসা হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার রাত ৩টার দিকে নবাব ফয়জুন্নেসা হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।
এতে দেখা গেছে, ভিপি ও এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তবে এই হলে জিএস পদে জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।
ঘোষিত ফলাফলে ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি (শিবির) ২১২, সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ২৯১ ভোট পেয়েছেন।
জিএস পদে সাঈদ বিন হাবিব (শিবির) ২৬৪, শাফায়েত হোসেন (ছাত্রদল) ১১৭ ও সুদর্শন চাকমা ১৩৩ ভোট।
এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না (শিবির) ১৩১ ও আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৩৪৪ ভোট পেয়েছেন।