বলিউড অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজার সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। চলতি বছরের শুরুতেই সুনীতা জানিয়েছিলেন, তিনি এবং তাঁর স্বামী গোবিন্দা আলাদা থাকেন। এ বক্তব্যের পর নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। এবার আবারও এই বিষয়ে মুখ খুললেন সুনীতা। তবে এখন তিনি এই গুজব উড়িয়ে বলেছেন, কেউ তাঁকে এবং গোবিন্দাকে আলাদা করতে পারবেন না।
একটি সাক্ষাৎকারে সুনীতা বললেন,‘এই পৃথিবীতে কেউ আমাকে আর গোবিন্দাকে আলাদা করতে পারবে না। আমাদের মধ্যে মজা এবং রসিকতা চলতেই থাকে। এমন অনেক লোক আছেন, যাঁরা আমাদের ঘর ভাঙতে চান। কিন্তু আমি কিছুতেই ঘর ভাঙতে দেব না। আমি কখনও তাদের জয়ী হতে দেব না। জয় শুধু আমারই হবে। এর কারণ, সাঁইবাবা আমার সঙ্গে আছেন।’
সুনীতা আরও বলেন, ‘যারা আমাদের নিয়ে কথা বলেন, তাদের উচিত নিজেদের স্বামীদের খেয়াল রাখা। অন্যের জীবনে এত আগ্রহ না থাকাই ভাল।’ এ ছাড়া, সুনীতা তাঁর দুটি বাড়ি নিয়ে আগের মতোই জানিয়েছেন। একটিতে তিনি তাঁর সন্তানদের নিয়ে থাকেন এবং অন্যটি গোবিন্দার জন্য আলাদা।
তাঁদের আলাদা বাড়িতে থাকার কারণ সম্পর্কিত গুঞ্জন এবং ডিভোর্সের বিষয়ে সুনীতা আরও বলেন, ‘গোবিন্দার সঙ্গে প্রতিদিনই অনেক মানুষের দেখা করতে হয়, কাজের কারণে তাঁদের আলাদা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এর পিছনে অন্য কোনো কারণ নেই, এমনটাই জানান তিনি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া