Image description

বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানান দেন। তবে রাফসানের ঘনিষ্ঠসূত্র জানান, আজ সকালে গায়ে হলুদ ও বিকেলে বিয়ে হবার কথা। কিন্তু দুপুরেই বিয়ের বিষয়টি জানিয়ে দেন রাফসান।

বিয়ের ছব৯ই ফেসবুকে পোস্ট করে রাফসান বলেন, আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করলাম।একই সাথে এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা। আজ, আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।