Image description

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে এই অভূতপূর্ব দৃশ্য নাড়া দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকেও।

জানাজার সেই জনস্রোতের ছবি শেয়ার করে অপূর্ব ফেসবুকে মন্তব্য করেছেন, ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া যায়, এই জনসমুদ্রই তার বড় প্রমাণ।

‘জনসমুদ্রই ভালোবাসার প্রমাণ’ বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত জানাজার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন অপূর্ব। ক্যাপশনে আবেগঘন হয়ে তিনি লেখেন, “ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়—এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম তথা জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।”

অপূর্বর সেই পোস্টে মুহূর্তেই হাজারো অনুসারী একাত্মতা প্রকাশ করেন এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।

শেষ যাত্রা ও দাফন এর আগে বুধবার সকাল ৮টা ৫৩ মিনিটে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রাথমিকভাবে মরদেহটি তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত তা গুলশানের ১৯৬ নম্বর বাসায় অর্থাৎ তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজনদের বিদায় জানানো শেষে দুপুরে মরদেহ নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।

সেখানে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগরে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে ‘দেশনেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়।