Image description

জীবনে সম্পদের চেয়ে শান্তি বেশি জরুরি; ভালোবাসা ও পারিবারিক বন্ধন না থাকলে সংসার তার প্রকৃত মূল্য হারায়। এই মানবিক বার্তাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এবং এস আর মজুমদারের পরিচালনায় নির্মিত নাটকটি মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

মাত্র তিন দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে নাটকটি, যা ইউটিউবে বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। জোভান ও কেয়া পায়েল অভিনীত এই নাটকটি সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিএমভি-তে মুক্তি পেয়েছে।

নাটকটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। বিভিন্ন নাটকভিত্তিক গ্রুপের পাশাপাশি ইউটিউব কমেন্ট সেকশনে পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। একজন মন্তব্য করেছেন, ‘এই নাটক থেকে আমার দেশের কোটিপতিদের অনেক কিছু শেখার আছে।’ আরেকজন লিখেছেন, ‘বর্তমান সময়ে এই নাটকটি খুবই জরুরি ছিল। খুব সুন্দর একটি কাজ।’

পরিচালক এস আর মজুমদার বলেন, ‘আমি কাজ করি দর্শকদের জন্যই। দর্শক যখন কোনো নাটক দেখে প্রশংসা করেন, তখন তা শুধু আমাকে উৎসাহই দেয় না, আমার দায়িত্বও বাড়িয়ে দেয়। সেই দায়িত্ববোধ থেকেই আমি প্রতিটি কাজে সমাজের জন্য কোনো না কোনো বার্তা দিতে চাই।’

তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের এই ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।    

উল্লেখ্য, জোভান ও পায়েলের সঙ্গে এটি পরিচালক এস আর মজুমদারের চতুর্থ কাজ। নাটকটির সাফল্যের পেছনে তিনি প্রযোজক এস কে শাহেদ, সিএমভি টিম এবং নাট্যকার মেজবাহ উদ্দিন সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি নাটক নির্মাণ করেছেন এস আর মজুমদার। ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ইচ্ছার কথাও জানান তিনি। পরিচালক বলেন, ‘আমি এখনো শেখার মধ্যেই আছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই সিনেমা নির্মাণের প্রক্রিয়ায় যুক্ত হব। যেহেতু আমি গণমানুষের জন্য কাজ করতে চাই, তাই প্রথম সিনেমার বিষয়ও এমনই হবে, যা সাধারণ মানুষ ও বিশেষ করে এই প্রজন্মকে ছুঁয়ে যাবে।’