ঢালিউড অভিনেত্রী মৌ খান রঙিন জগত ছেড়ে ধর্মীয় অনুশাসনের পথে চলার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, তিনি আর চলচ্চিত্র জগতে থাকতে চান না। তবে পোস্টটি ২৪ ঘণ্টার মধ্যেই নিজের টাইমলাইন থেকে ডিলিট করে দেন মৌ খান। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
মৌ খানের দেওয়া পোস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো- ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি আমি-এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।
তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।
যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ-দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।
আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি। আসসালামু আলাইকুম।’
উল্লেখ্য, মৌ খানের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘বান্ধব’ ও ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন।