দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশেষে স্বস্তি পেল। প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক কর্মবিরতি) স্থগিত করে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থ বিবেচনা করে রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হলো।
উল্লেখ্য, সকল শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) রোববার থেকে শুরু হবে। এরপর উভয় সংগঠন পরবর্তী কর্মসূচি সম্পর্কিত সিদ্ধান্ত ঘোষণা করবেন।
এর আগে, ৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী সহকারী শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছিলেন। যদিও ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল, ২২ দিন পার হলেও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষকদের মূল তিন দাবি হলো:
সহকারী শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডের বদলে ১১তম গ্রেড কার্যকর করা।
১০ ও ১৬ বছরের সেবায় উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা দূর করা।
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে ১০০% বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে পরীক্ষার স্থগিতাদেশ কার্যকর করা হলো।