Image description

ঢাকাই সিনেমার এক সম্যের জনপ্রিয় সাদিকা পারভীন পপি আবারও আলোচনায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী কোনয় নতুন সিনেমার কারণে নয়, বরং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করায়। পারিবারিক সম্পত্তি ঘিরে দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন তার জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।  

 

সংবাদমাধ্যমে পপি জানান, জমি–সংক্রান্ত বিরোধের জেরে তাকে নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে। অভিযোগের তীর তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরীর দিকে। অভিনেত্রীর ভাষ্যে, গত এক বছর ধরে এই হুমকি আরও বাড়ছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যু হলেও নিরাপত্তার আশঙ্কায় তিনি খুলনায় যেতে পারেননি। তিনি বলেন, নিখুঁতভাবে পরিকল্পনা করে তারেক আমাকে ফোনে জানায় যে খুলনায় গেলেই আমার ওপর হামলার চেষ্টা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবেই যেতে পারিনি।

পপি দাবি করেন, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে কেনা জমির বৈধ কাগজ তার কাছে থাকলেও বর্তমানে জমিটি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তারেক। জমিতে প্রবেশ করতে গেলেই নানাভাবে ভয় দেখানো হয়। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়েও তাকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন এই তারকা। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। তবে অভিযোগের বিষয়ে তারেক আহমেদ চৌধুরী জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি কোনও ধরনের হুমকি দেননি। চলতি বছরের জুলাইয়ে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পপির। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পপির। সেই প্রথম সিনেমাতেই তিনি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়া পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পায় গত মাসে। ২০১৯ সালে এর শুটিং করেছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠার পর তিনি আবারও আলোচনায় আসেন। এরপর স্বামী–সন্তানসহ প্রকাশ্যে উপস্থিত হন তিনি। নতুন কোনো সিনেমায় ফেরার সম্ভাবনা এখন খুবই কম বলে জানিয়েছেন পপি।