কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল কাজকে গুরুত্ব দিয়ে নতুন ৩ নির্দেশনা দিয়েছে জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ক্রিয়েটরদের কনটেন্ট অনলাইন কমিউনিটি ও ব্যবহারকারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। এক আরও ত্বরান্বিত করতে ক্রিয়েটরদের তিন নির্দেশনা দিয়েছে ফেসবুক।
ক্রিয়েটরদের অভিবাদন জানিয়ে ফেসবুক বলছে, ‘আমরা চেয়ে আছি! বানাতে থাকুন, অনুপ্রাণিত করতে থাকুন মানুষকে — আপনার কাজ পরিবর্তন নিয়ে আসবে।’ পাশাপাশি ক্রিয়েটরদের ৩টি বিষয় মাথায় রাখতে বলেছে প্রতিষ্ঠানটি। কী সেগুলো?
১. সৃজনশীলতা ধরে রাখা: ফেসবুক জানিয়েছে, নিয়মিত ও ধারাবাহিক সৃজনশীলতা অডিয়েন্সকে অনুপ্রাণিত করে এবং কনটেন্টের প্রতি আস্থা বাড়ায়। তাই ক্রিয়েটরদের সৃজনশীল ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
২. তথ্যবহুল ও প্রাসঙ্গিক কনটেন্ট : উদ্ভাবনী, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী কনটেন্ট ব্যবহারকারীদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। তাই কনটেন্ট তৈরির ক্ষেত্রে মান ও প্রাসঙ্গিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে।
৩. ইতিবাচক প্রভাব : ক্রিয়েটরদের কনটেন্ট ইতোমধ্যে অনলাইন কমিউনিটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। এই প্রভাব আরও বিস্তৃত করতে দায়িত্বশীল ও সামাজিকভাবে সহায়ক কনটেন্ট তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
প্ল্যাটফর্মটির দাবি, এই উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্দীপনা যোগ করবে। নির্দেশনাগুলো মানসম্মত কনটেন্ট তৈরিতে সহায়তা করবে এবং একই সঙ্গে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অভিজ্ঞতাও অারো উন্নত হবে।