পাকিস্তানের আন্তর্জাতিক তারকা আতিফ আসলামকে আবারও বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশে যার বিপুল জনপ্রিয়তা রয়েছে, সেই আতিফকে এবারও ঢাকায় কনসার্টের জন্য আনতে আগ্রহী আয়োজকরা। এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান।
জানা গেছে, পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পীর ম্যানেজমেন্টের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে। আগামী ডিসেম্বরে ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে আতিফের মৌখিক সম্মতিও পাওয়া গেছে। তবে বড় অঙ্কের অগ্রিম পারিশ্রমিক পরিশোধের পরই আয়োজক প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবে। প্রতিষ্ঠানটির নাম আপাতত গোপন রাখা হয়েছে।
ঢাকায় সর্বশেষ আতিফ আসলাম পারফর্ম করেন ২০২৪ সালের ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে। সেই অনুষ্ঠানে ছিলেন পাকিস্তানের হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এবার তাকে কনসার্টে কারা সঙ্গ দেবেন—তা চূড়ান্ত ঘোষণা ছাড়া জানা যাবে না।
এদিকে, ঢাকার মঞ্চে দেশি-বিদেশি শিল্পীদের জমজমাট উপস্থিতি দেখা যাচ্ছে সম্প্রতি। আগামী ১৪ নভেম্বর পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমত। তার সঙ্গে মঞ্চে থাকবেন বাংলাদেশি রকস্টার মাহফুজ আনাম জেমস।
এরপর একই মাসে আবারও ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড জাল। ব্যান্ডটির ভোকাল গওহর মুমতাজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘সাউন্ড অব সোল’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
তাছাড়া আগামী ৫ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করবে পাকিস্তানের আরেক ব্যান্ড কাভিশ। তাদের কনসার্ট আয়োজন করবে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। আয়োজকদের পক্ষ থেকে ইতোমধ্যে অনলাইনে প্রচারণা শুরু হয়েছে। এই মাসেই টিকিট ছাড়া হবে অনলাইনে।