সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা নীলা চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই। আমার চরিত্র হনন করা হয়েছে, তারচেয়ে আমাকেও মেরা ফেলা ভালো হতো, আমাকে রাস্তাঘাটে মেরে ফেলতো। এটাই ভালো ছিল।
এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন অবশেষে ন্যায় বিচার পেতে যাচ্ছেন।
নীলা চৌধুরী বলেন, এখন আর কোনো স্কোপ নেই, আমার ছেলের বিষয়ে তো আদালত রায় দিয়েছে, এটা হত্যা। এখন তাদের শাস্তি দিতে হবে।
সারাবিশ্বের প্রবাসী বাঙালিরা ন্যয় বিচারের জন্য সালমানের মায়ের সঙ্গে রয়েছেন, জানিয়ে নীলা বলেন, আমার ছেলে নিহত হয়েছে, তাকে খুন করা হয়েছে। আদালত স্পষ্ট করে পড়ে বুঝিয়ে দিয়েছে।
নীলা চৌধুরী বলেন, তারপরেও বলবো আমার ছেলে সসম্মানে সামিরার কাছ থেকে, এফডিসি থেকে বেহেশতে চলে গেছে। সে তো জানতো না কোথায় যাচ্ছে, আমি ২৯ বছর ধরে ছেলের জন্য তাহাজ্জুত পরে দোয়া করছি, আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন। প্রমাণ হয়েছে রায়ের মাধ্যমে তাকে খুন করা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন, আমাকে যদি সালমান মা না ডাকতো, তাহলে সামিরা আমাকে আম্মা ডাকে কিভাবে?