
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। রোববার (১৯ অক্টোবর) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দেশের রাষ্ট্র প্রধান ও প্রশাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
পোস্টটিতে মেঘনা লিখেছেন, এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিকার।
তার দাবি, ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।
তিনি আরও লেখেন, আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। নাটকীয়তা এতটাই দ্রুত ঘটে যে, রাতের আঁধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হয়।
এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ করে আসছেন।
পূর্বের অভিযোগে মেঘনা জানিয়েছিলেন, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, তিনি চক্রান্তের শিকার এবং মামলাটি সাজানো। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।
২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘনা আলম। পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে আইনি জটিলতা ও প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ নিয়েই বেশি আলোচিত তিনি।
আরটিভি