Image description

নারায়ণগঞ্জে লালনমেলা-পালাগান বন্ধ ও মাজারগুলোতে হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘৫ আগস্টের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। ১৫-২০ দিন কোথাও পুলিশের এক্টিভিটিস দেখা যায়নি। কিন্তু আমরা ওইসময় যা করেছি মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি, আমরা নিজেরা নিজেদের পাশে দাড়িয়েছি। এটাই মূলত বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্প্রিড।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াব। এতে কার ধর্মীয় পরিচয় কী, কার অন্য পরিচয় কী, এটার দিকে আমরা তাকাবো না। এটা সরকারেরও দর্শন। আমরা সব ধর্ম সব বর্ণ যার যা পরিচয় এই পরিচয়ের ভিত্তিতে আমরা কেউ কাউকে আলাদা করবো না। সবার পাশে আমরা থাকবো। তবে, সাংস্কৃতিক পোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেসব বিষয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৈচিত্রের জায়গা, বৈচিত্র রক্ষার্থে সরকার কাজ করবে। এটার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটাই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেঁটে এসেছে জাতি এটা নজরে রাখে। এটার দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের। এ মেলায় আমাদের খেয়াল রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে ফিরে এসেছি।’

author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder