
ট্রায়াল রুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে রাজধানীর উত্তরা এলাকায় এক কাপড়ের শোরুমে বিরুদ্ধে। ঘটনাটির সাক্ষী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
সোমবার রাতে উত্তরার একটি হাসপাতালের বিপরীতে একটি শোরুমে এ ঘটনা ঘটে। পরে ইরফান সাজ্জাদ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান।
তিনি লিখেন, খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম আজ। ওই শো-রুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমার পরিচিত এক মেয়ে সেখানে পোশাক পরীক্ষা করতে গিয়ে ক্যামেরা টের পায়। সাহসিকতার সঙ্গে বিষয়টি দোকানদারকে জানালে তারা উল্টো আমাদের আটকে ফেলতে চায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কর্মচারীরা পালিয়ে যায়।
অভিনেতা আরও জানান, পুলিশ এসে অভিযুক্ত দোকানকর্মীর মোবাইল ফোন থেকে অনেক ভিডিও উদ্ধার করে। তিনি সতর্ক করে আরও লিখেন, ‘লোকটি ভদ্রবেশী, দাড়িওয়ালা একজন। চারপাশে এ ধরনের নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে, তাই সবাইকে সাবধান থাকতে হবে।’
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।