Image description

স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, এদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন বহু মানুষ। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ দুর্ঘটনায় সাধারণ শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা শোক প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে পাশাপাশি দুর্ঘটনার সময় উৎসুক জনতাকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশপাশে জটলা পাকিয়ে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। এ নিয়ে এবার প্রতিবাদ জানালেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাসরিফ খান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটায় ফেসবুক ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট।’ আর তার মন্তব্যের ঘরে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা।

এর আগে বিমান বিধ্বস্তের ঘটনায় চিত্রনায়ক শাকিব খান, মনোয়ার হোসেন ডিপজল, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, ইমন, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, আতিয়া আনিসা, দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শীসহ আরও অনেকে ফেসবুকে শোক জানিয়েছেন।