
হঠাৎ করেই গত রোববার নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক অ্যাকাউন্টসহ সিনেমা-সংশ্লিষ্ট বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে সেসব ছবি। আর ছবিগুলোয় যিনি রয়েছেন তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। ছড়িয়ে পড়া ছবিগুলোর মধ্যে একটি স্যাড সিকুয়েন্সের। এতে শাকিব খানকে গুম থাকা অবস্থায় ভাত খেতে দেখা যাচ্ছে। খুবই ক্লান্ত চেহারা, মুখে কষ্টের ছাপ ও চোখে পানি। এমন করুণ দৃশ্যের ছবি শেয়ার করে অনেকেই অভিনয়ের প্রতি তার মনোযোগ ও পেশাদারিত্বের কথা বলেছেন। ইন্ডাস্ট্রির নির্মাতা ও অনেক অভিনয়শিল্পীও প্রশংসা করেছেন তার।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস ছবিটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’
‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’
জানা গেছে, শাকিব খানের ছড়িয়ে পড়া ছবিগুলো তুলেছেন ফারহান রোমান। তিনি ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয়, যখন তার ছবি কথা বলে। আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয়, যখন ছবির মানুষটি হয় শাকিব খান। যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটিকে কথা বলায়।’
তিনি আরও লেখেন, ‘অভিনেতা তো তাকেই বলে, যে অভিনয়কে এতটাই বাস্তব রূপ দেয়, যা দেখে মনে হয় এর থেকে চিরন্তন আবেগ, এর থেকে বাস্তব অনুভূতি হয়তো আর কিছুই নয়। চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়ালই করেনি কে তাকে ফ্রেমবন্দি করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ। এ জন্যই তিনি শাকিব খান।’
ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা করে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শাকিব খান ছাড়া আরো অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।