
জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি ফ্রান্স ভ্রমণে গিয়ে প্যারিসের মন্টমার্ত্রে অবস্থিত ঐতিহাসিক স্যাক্রে-ক্যো গির্জার সামনে এক বিশেষ রীতি পালন করে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি গির্জার সামনের লোহার বেষ্টনিতে তার স্বামীর নামে একটি তালা ঝুলিয়েছেন, যা প্রেম ও সম্পর্ক অটুট রাখার প্রতীক হিসেবে পরিচিত।
মেহজাবীন তার এই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, স্যাক্রে-ক্যো গির্জার সামনে থাকা লোহার বেষ্টনিতে লাগানো ছোট তালাটিতে তার স্বামীর নাম লেখা রয়েছে।
প্যারিসের বিভিন্ন স্থানে যুগ যুগ ধরে চলে আসা এক জনপ্রিয় রীতি হলো ‘লাভ লক’ বা ভালোবাসার তালা লাগানোর সংস্কৃতি। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীরা তাদের সম্পর্ককে অটুট ও দৃঢ় রাখার প্রত্যাশায় এই তালা লাগান এবং বিশ্বাস করা হয় যে এর চাবি নদীতে ছুড়ে ফেললে সম্পর্ক চিরস্থায়ী হয়। মেহজাবীনও সেই একই বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে এই ‘লাভ লক’ রীতি পালন করেছেন।
এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের ভক্তরা তার এই রোমান্টিক মুহূর্তের প্রশংসা করছেন এবং ছবিটি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।