
নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে এনসিপির পথসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেয়া হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।’
জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তার সাথে ঐক্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না, আওয়ামী লীগের যে সিস্টেম, যে দুর্নীতি, যে চাঁদাবাজি, যে মাফিয়া সিস্টেম সেটাও বদলাতে হবে।’