Image description

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাঠিয়েছেন এক হাজার কেজি বিখ্যাত হাঁড়িভাঙা আম। আপাতদৃষ্টিতে এটি একটি শুভেচ্ছা উপহার হলেও, রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা-এই 'আম কূটনীতি' কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর ইঙ্গিত?

জানা গেছে, দুই নিকটতম প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই এই উদ্যোগ। সোমবার (১৪ জুলাই) আমের এই বিশাল চালান নয়াদিল্লিতে পৌঁছাবে, যা ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে।

শুধু মোদি নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টজনদের জন্যও আম পাঠানো হয়েছে। এই ধরনের উপহার বিনিময় দুই দেশের মধ্যে 'আম কূটনীতি' হিসেবে পরিচিত, যা দীর্ঘদিনের ঐতিহ্য।

তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূসের এই পদক্ষেপ নিছকই প্রথাগত শুভেচ্ছা নাকি এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে গভীর কোনো বার্তা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

প্রশ্ন উঠছে, এই আমের আতিথেয়তা কি ভারতের তরফ থেকে শেখ হাসিনার বিষয়ে কোনো নমনীয়তা নিয়ে আসবে? নাকি এটি কেবলই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একতরফা ভারতপ্রীতি রীতি? যা অন্তর্বর্তী সরকারও অনুসরণ করছে।

বিশেষ করে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন এই 'আম কূটনীতি' নতুন মাত্রা যোগ করেছে।

অনেকের ধারণা, ভারত কি বাংলাদেশের এই কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন আরও স্পষ্ট করছে? নাকি এটি কেবলই দুই প্রতিবেশি রাষ্ট্রের শুভেচ্ছা আদান-প্রদান? গেল কয়েক বছর যে রীতিতে ভারতকে বশে রেখেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।