Image description

প্রশ্ন: আমার ছেলের শ্বশুর এক বছর আগে মারা গেছেন, আর আমার স্ত্রী মারা গেছেন তিন বছর আগে। এখন অনেকে আমাকে আমার ছেলের শাশুড়িকে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন। আমার জানার বিষয় হলো, শরিয়তের দৃষ্টিতে তাকে বিয়ে করতে কি কোনো বাধা আছে?

 

উত্তর: আপনার জন্য আপনার ছেলের বিধবা শাশুড়িকে বিয়ে করতে শরিয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। এই বিবাহ সম্পূর্ণরূপে বৈধ।
সাধারণত, একজন পুরুষের জন্য তার নিজের শ্বশুরকে (স্ত্রী থাকা অবস্থায়) বা শাশুড়িকে (স্ত্রীর মৃত্যুর পর) বিয়ে করা নিষিদ্ধ। কিন্তু আপনার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। আপনার স্ত্রী তিন বছর আগে মারা গেছেন, এবং তার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক আর নেই। আপনার ছেলের শাশুড়ি আপনার জন্য সরাসরি কোনো রক্তের সম্পর্কের কারণে মাহরাম (যাকে বিয়ে করা নিষিদ্ধ) নন। আপনার স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার মাকে বিয়ে করা আপনার জন্য হারাম ছিল। তবে এখন যেহেতু আপনার স্ত্রী আর জীবিত নেই, তাই তাদের মায়ের সাথে আপনার সরাসরি কোনো বৈবাহিক সম্পর্কজনিত প্রতিবন্ধকতা নেই।

[তথ্যসূত্র: ফাতহুল কাদির (৩/১২০) রদ্দুল মুহতার (৩/৩১)]