Image description

থাইল্যান্ড যাওয়ার সময় গত ১৮ মে দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে আটক ও পরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। পরদিন কারাগারে পাঠানো হয় এবং এর পরদিন, অর্থাৎ ২০ মে সকালে তার জামিন মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

এর আগে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়।

গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে―সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। উঠে আসে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। সিনেমাটিতে ‘শেখ হাসিনা’র চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত সিনেমাটিতে খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর নাকি অভিনেতা ফজলুর রহমান বাবুও বিপদে আছেন। সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ অভিনেতা। তিনি বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, যা খুবই দুঃখজনক। সে কী অভিনয়ের জন্য, নাকি অন্য কোনো কারণে গ্রেপ্তার হয়েছে, তা আমাদের কাছে স্পষ্ট নয়। যদি স্পষ্ট করে বলি, তাহলে বলতে হবে―নিজেও বিপদে আছি।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিনেমাটিতে অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়েন তিনি।

সিনেমাটিতে নুসরাত ফারিয়া ও ফজলুর রহমান বাবু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর।