Image description

বাংলাদেশের ওয়েব সিরিজে প্রথমবারের মতো অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় এই অভিনেতাকে দেখা যাবে সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ সিরিজে। আগামীকাল সিরিজটি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়েছেন শাশ্বত।

 

অভিনেতা বলেন, ‘এর আগে বাংলাদেশের ওপর দিয়ে ফ্লাই করে গেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। ছোটবেলায় অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে কলকাতা থেকে বিটিভি দেখা যেত। সেই সূত্রে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে যোগাযোগ ছিল। সুন্দর সুন্দর নাটক হতো, সেগুলো দেখতাম। এবার প্রথমবার যখন নামি ঢাকা এয়ারপোর্টে, অদ্ভুত এক্সপেরিয়েন্স হলো।’

শাশ্বত আরও বলেন, ‘ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে যিনি ছিলেন তিনি “ক্যামেরার দিকে তাকান” বলে আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেলেন। সঙ্গে একগাল হাসি। বাংলাদেশে ঢোকার একটু আগে, আপনাদের এয়ারপোর্টে আর্মির একটা বেজ আছে, ছোট অফিস গোছের। সেখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এসে বললেন, “কোথায় যাচ্ছেন?” আমি বললাম, শুটিং করতে। বললেন, “দেশে তো ঢুকতে দেব না।” আমি বললাম, মানে? আমি এত দূর থেকে আসছি। বললেন, “এখানে তো এক কাপ চা না খেয়ে আপনি দেশে ঢুকতে পারবেন না।” এভাবে বাংলাদেশে আমার এন্ট্রি হলো। এরপর পুরো সময়টা স্বপ্নের মতো কেটেছে।’

এখন শুধু বাংলাতেই নয়, বলিউডেও ব্যস্ততা বেড়েছে শাশ্বত চট্টোপাধ্যাইয়ের। তারপরও বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন এই অভিনেতা। আর সে কারণেই নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন শাশ্বত।