
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান গেয়ে সাড়া ফেলেছিলেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে শেখ হাসিনার পদত্যাগের একদিন পর ৬ আগস্ট মুক্তি পান তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কারাগারে থাকার দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন এ গায়ক।
দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে গায়ক বলেন, ‘একদম শুক্রবার দিন আমাকে কোর্টে চালান করা হয়েছিল। প্রায় সাড়ে ছয়টার মধ্যে আমি জেলের ভেতরে। রাতের খাবারটা জেলের ভেতরে খেয়েছিলাম।’
জেলের খাবার প্রসঙ্গে এ র্যাপার বলেন, ‘যখন কয়েদির প্লেটটা দেখি আমার চোখ দিয়ে পানি এসে পড়ে।
ভয়াবহ অভিজ্ঞতা প্রসঙ্গে র্যাপার আরো বলেন, ‘একটি গাড়ির মধ্যে আমরা প্রায় ৮৭জন ছিলাম।
জেলে কতদিন ছিলেন, এই প্রশ্নের জবাবে হান্নান বলেন, ‘জেলে ছিলাম অলমোস্ট ১৪ দিন। কারণ থানায় ছিলাম দুইদিন। বৃহস্পতিবার থাকি, শুক্রবারের পর হাফবেলায় ট্রান্সফার করা হয়।’
বারুদের মতো র্যাপ গান ‘আওয়াজ উডা’ গেয়ে আলোচিত নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নান হোসাইন গ্রেপ্তার হয়েছিলেন। থানায় দুইদিনসহ ১৪ দিন কারাগারে ছিলেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি মিলেছে তার।