 
              জীবনের শেষ সময়ে বাবার (পালক) পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সঙ্গে অভিযোগ এনেছেন স্ত্রীর বিরুদ্ধেও।
বাবার মৃত্যু খবর জানিয়ে হিরো আলম বলেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে, কেউ কোনো দিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?’
তিনি আরও বলেন, ‘রিয়া মনি মায়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনো দিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই মায়া মনি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা।’
এদিকে, গতকাল মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের বাবা আবদুর রাজ্জাক। তিনি শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। হিরো আলমের প্রকৃত বাবা মারা যান ২০১৭ সালে। আবদুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’
বলা দরকার, একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। এরপর দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহানকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করেন হিরো আলম। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নাটক ও মিউজিক ভিডিওতে।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 