Image description

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক সিআইডির জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমান মারা গেছেন। তার এই মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছে বহু মানুষ।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রদিউমানের মৃত্যুতে ইমোশনাল হয়ে পড়েছে ভক্তরা। তাকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন অনেকে।

 

২০ বছরেরও বেশি সময় ধরে টেলিভিশনে সম্প্রচার হচ্ছে গোয়েন্দা ও অ্যাকশন নির্ভর সিরিজ সিআইডি। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই সিরিজটি তুমুল জনপ্রিয়। আর এই সিরিজের মূল তিন চরিত্রের একটি এসিপি প্রদ্যুমান। বাকি দুই চরিত্র অভিজিৎ ও দয়া।  

সনি টিভির পক্ষ থেকে বলা হয়েছে, এসিপি প্রদ্যুমন মারা গেছেন তাই তাকে আর সিআইডিতে দেখা যাবে না। বিষয়টি সামনে আসতেই এসিপির অনেক ভক্ত মনে করেন সত্যি অভিনেতা শিবাজী মারা গেছেন। কিন্তু বাস্তবে একেবারেই সুস্থ আছেন সিআইডি খ্যাত অভিনেতা শিবাজী সতম বরং তার অভিনীত চরিত্র এসিপি প্রদ্যুমানের মৃত্যু হয়েছে। 

১৯৯৮ সাল থেকে সিআইডির এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয় করছেন শিবাজী। তবে প্রচারে আসা শেষ পর্বে দেখা যায়, ভয়ংকর অপরাধী বার্বোজা একটি বিস্ফোরণের ফাঁদে ফেলে দেন এসিপিকে, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়। এ নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত গতকাল শনিবার রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। সিআইডির আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে।