Image description

ধর্ম ও সংস্কৃতির মধ্যে দীর্ঘদিন ধরে ফ্যাসাদ বাঁধিয়ে রাখা হয়েছিল, যার কারণে সাংস্কৃতিক উৎসবের পূর্ণতা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আগামীতে জমকালো আয়োজনে ধর্মীয় উৎসব উদযাপনে সরকার সচেষ্ট থাকবে।’

আজ রোববার ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত ‘চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান’–এ তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘ধর্ম ও সংকৃতিকে আলাদা করার সুযোগ নেই। ধর্মীয় উৎসব অনাড়ম্বর করতে আগামীতে থাকবে বাড়তি আয়োজন।’

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, বিগত বছর গুলোতে ফ্যাসিবাদের কারণে এ রকম আয়োজন করা সম্ভব হয়নি। ধর্মীয় বিভাজন ভুলে সংস্কৃতি উদযাপন করার আহবান জানান তিনি।